দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর সংঘটিত এ ঘটনায় কেউ আহত হয়নি। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের প্রধান গেটের বিপরীতে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, “এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”
সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি আরও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।” নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচনে যোগদানের আগে পদত্যাগ করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।” তবে নির্বাচনের অন্যান্য সরকারি প্রক্রিয়া ও বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ের আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো।” এছাড়া তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগে কঠোর অবস্থান নেয়ার কথাও জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আসে, দুদক তদন্ত করতে পারে। প্রমাণ পাওয়া গেলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।”
দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, “এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে। আর দুদক জানালে আমরাও ব্যবস্থা নেব।” এর আগে, বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসকের ক্ষমতার অপব্যবহার, নানা ধরণের অনিয়ম এবং ঘুষ গ্রহণের অভিযোগে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে। অনুসন্ধান কার্যক্রম শুরু করার নির্দেশ ২৭ নভেম্বর দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক (তদন্ত-১)কে দেওয়া হয়। মোহাম্মদ এজাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র অপসারণ করা হয়।
মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
মোটামুটি স্বাভাবিক স্থিতিশীলতার দেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই পরপর কম্পনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও সব কম্পনই হালকা থেকে মাঝারি মাত্রার ছিল, তবু সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে আজ (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই তিনটি কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনটি ঘটেছে গতকাল রাত ৩টা ২৯ মিনিটে, টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। স্থানীয় সূত্র জানিয়েছে, টেকনাফে কম্পন খুব অল্প মাত্রায় অনুভূত হওয়ায় অধিকাংশ মানুষ এটি টের পাননি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অনুযায়ী, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, এই কম্পনের উৎপত্তি ভারতের মনিপুর থেকে। মৃদু হওয়ায় অনেকেই এটি টের পাননি। শেষ কম্পনটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬। এ কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই কম্পনের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও ২১ নভেম্বর সকালে ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন। এই পরিস্থিতি দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।