দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর সংঘটিত এ ঘটনায় কেউ আহত হয়নি। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের প্রধান গেটের বিপরীতে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, “এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।”

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি আরও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।” নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচনে যোগদানের আগে পদত্যাগ করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।” তবে নির্বাচনের অন্যান্য সরকারি প্রক্রিয়া ও বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চপর্যায়ের আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো।” এছাড়া তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগে কঠোর অবস্থান নেয়ার কথাও জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আসে, দুদক তদন্ত করতে পারে। প্রমাণ পাওয়া গেলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।”

দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ

দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, “এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে। আর দুদক জানালে আমরাও ব্যবস্থা নেব।” এর আগে, বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসকের ক্ষমতার অপব্যবহার, নানা ধরণের অনিয়ম এবং ঘুষ গ্রহণের অভিযোগে প্রয়োজনীয় অনুসন্ধান করা হবে। অনুসন্ধান কার্যক্রম শুরু করার নির্দেশ ২৭ নভেম্বর দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক (তদন্ত-১)কে দেওয়া হয়। মোহাম্মদ এজাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র অপসারণ করা হয়।

মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

মোটামুটি স্বাভাবিক স্থিতিশীলতার দেশে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই পরপর কম্পনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও সব কম্পনই হালকা থেকে মাঝারি মাত্রার ছিল, তবু সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গতকাল মধ্যরাত ৩টার পর থেকে আজ (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই তিনটি কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনটি ঘটেছে গতকাল রাত ৩টা ২৯ মিনিটে, টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। স্থানীয় সূত্র জানিয়েছে, টেকনাফে কম্পন খুব অল্প মাত্রায় অনুভূত হওয়ায় অধিকাংশ মানুষ এটি টের পাননি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অনুযায়ী, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। এরপর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, এই কম্পনের উৎপত্তি ভারতের মনিপুর থেকে। মৃদু হওয়ায় অনেকেই এটি টের পাননি। শেষ কম্পনটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬। এ কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই কম্পনের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও ২১ নভেম্বর সকালে ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক আহত হন। এই পরিস্থিতি দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

জাতীয়
মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

দুদক অধ্যাদেশ অনুমোদন, সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন কাঠামোয় দুদকের ক্ষমতা ও পরিধি আরও বিস্তৃত হচ্ছে। পাশাপাশি কমিশনের কার্যক্রমের প্রতিবেদন এখন থেকে প্রতি ছয় মাস পরপর অনলাইনে প্রকাশ করতে হবে এবং কর্মকর্তাদের সম্পদের বিবরণ জমা দেওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তগুলো পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বর্তমানে চেয়ারম্যানসহ তিন সদস্যের মাধ্যমে দুদক পরিচালিত হয়। নতুন অধ্যাদেশে কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচজন করা হচ্ছে। এর মধ্যে একজন নারী ও আরেকজন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ থাকবেন। শফিকুল আলম আরও বলেন, দুদককে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পূর্বে গঠিত সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ বিবেচনায় নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রস্তুত করা অধ্যাদেশের খসড়াটি এবার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তিনি জানান, খসড়ায় থাকা ‘বাছাই কমিটি’ গঠনের প্রস্তাব বাতিল করা হয়েছে। পাশাপাশি অধ্যাদেশে থাকবে- দুদকের ছয় মাস অন্তর কাজের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং কমিশনের কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের বাধ্যবাধকতা। এর বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশের খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে।

মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

৪৫তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ, ৫৪৫ প্রার্থী সাময়িক সুপারিশপ্রাপ্ত

রাজনীতি
সারাদেশ
মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

স্বর্ণের দোকানে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার চেষ্টা

ফরিদপুরের চরভদ্রাসনে একটি স্বর্ণের দোকানে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করা শাহরিয়ার জাহান (৫১) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে সুব্রত জুয়েলার্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের তৎপরতায় প্রশাসনকে খবর দেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। শাহরিয়ার রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আকবর আলী মারা গেছেন। দোকানের মালিক সুব্রত কর্মকার জানিয়েছেন, সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শাহরিয়ার দোকানে এসে নিজেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং বিভিন্ন কাগজপত্র দেখার চেষ্টা করেন। পাশের দোকানে থাকা এক এনজিওকর্মী বিষয়টি সন্দেহজনক মনে করে, মোবাইলে একটি ভিডিও দেখিয়ে জানান যে তিনি আসলে ম্যাজিস্ট্রেট নন, একজন প্রতারক। এরপর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন ঘটনাস্থলে পৌঁছে শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করেন। তিনি তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোছাইন বলেন, “তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে।” চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, সাজাপ্রাপ্ত শাহরিয়ার বিকেলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমার এলাকার খবর
আন্তর্জাতিক
মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে ভূমিধস-বন্যা, নিহত ৪০

শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ রাখা হয়েছে। খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় প্রদেশের পাহাড়ি চা-বাগান অঞ্চল বাদুল্লা ও নুয়ারা এলিয়াতে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এছাড়া ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া বর্ষণ সপ্তাহান্তে আরও ভারী আকার ধারণ করেছে। এতে ঘরবাড়ি, আবাদি জমি ও সড়ক প্লাবিত হয়ে জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। অনেক নদী ও জলাধার উপচে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তপ্রদেশ সড়ক বন্ধ করতে হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কারণে রেলপথে ধস নেমে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, শ্রমিকরা রেললাইনের ওপর জমে থাকা পাথর, কাদা ও গাছ অপসারণে ব্যস্ত। কিছু এলাকায় বন্যার পানি রেললাইন ডুবিয়ে দিয়েছে। টেলিভিশনে আরও দেখা গেছে, নৌবাহিনীর বিশেষ যানবাহনের মাধ্যমে মানুষকে উদ্ধার করা হচ্ছে এবং পূর্বাঞ্চলীয় আম্পারা শহরের কাছে বন্যার তোড়ে একটি গাড়ি ভেসে যাচ্ছে। কলম্বো থেকে আম্পারা শহরের দূরত্ব প্রায় ৪১০ কিলোমিটার। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাত্র ১৩ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বন্যায় ১১৬ প্রাণহানি

অর্থনীতি
ব্যাংক খাতের লুকানো সব সংকট সামনে আসছে: দেবপ্রিয় ভট্টাচার্য

ব্যাংক খাতের লুকানো সব সংকট সামনে আসছে: দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতির দীর্ঘদিনের জমে থাকা দুর্বলতাগুলো একে একে সামনে এসে পড়ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি মনে করেন, গোপন খেলাপি ঋণ, প্রভিশনের ঘাটতি এবং পুঁজির সংকট মিলিয়ে ব্যাংক খাত এখন স্পষ্ট দুরবস্থার মুখে দাঁড়িয়ে গেছে। বিনিয়োগ স্থবির হয়ে আছে, নীতিগত স্বচ্ছতা কম এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে সামগ্রিক অর্থনীতি চাপে রয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক। তিনি বলেন, দীর্ঘদিন গোপনে রাখা খেলাপি ঋণের পাহাড়, প্রভিশনের ঘাটতি ও তারল্য সংকট এখন প্রকাশ্য বাস্তবতা। এসব উদাহরণ টেনে তিনি নীতিনির্ধারণে স্বচ্ছতা না থাকা এবং সংস্কার বিলম্বিত হওয়ার সমালোচনা করেন। তার মতে, এই দুর্বলতাগুলো সামগ্রিক আর্থিক স্থিতিশীলতাকে ঝুঁকির সামনে দাঁড় করিয়েছে। একই সঙ্গে তার অভিযোগ, প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদেশি বিনিয়োগ ঘোষণার তাড়াহুড়ো ও নীতিগত অস্পষ্টতা বিনিয়োগ পরিবেশকে আরও দুর্বল করছে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক প্রবাহকে আটকে দিচ্ছে এবং সংস্কার ছাড়া বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা শুধু স্বপ্ন দেখার মতো। সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন কীভাবে এসব চিহ্নিত সমস্যার সমাধান করা হবে সে ব্যাপারে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করা, প্রশাসক নিয়োগ বা কিছু নিয়ম আগের অবস্থায় ফিরিয়ে আনার বাইরে সুশাসন নিশ্চিত করতে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা পরিষ্কার নয়। বর্তমান বিনিয়োগ পরিবেশকে অত্যন্ত দুর্বল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ব্যক্তিখাতে ঋণের প্রবৃদ্ধি বহু বছরের মধ্যে এখন সবচেয়ে নিচে। সুদের হারসহ নীতিগত নির্দেশনাও স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। বন্দর ব্যবস্থাপনা ও বিদেশি বিনিয়োগ নিয়ে মন্তব্য এলডিসি থেকে উত্তরণের পর আধুনিক বন্দর ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বিদেশি বিনিয়োগ ঘোষণা নিয়ে তাড়াহুড়োর সমালোচনা করেন। তিনি বলেন, কোনো সংস্কার ছাড়া মাত্র ১৩ দিনে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগের ঘোষণা বাস্তবসম্মত নয়। তার মতে, নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের আড়ালে নেওয়া এমন সিদ্ধান্ত স্বচ্ছতার ঘাটতি তৈরি করে। অংশীজনের অংশগ্রহণ ও স্বচ্ছতা ছাড়া বড় সিদ্ধান্ত টেকে না বলেও মন্তব্য করেন তিনি। আগের সরকারের সময়ে হওয়া বৈষম্যমূলক চুক্তিগুলোর স্বচ্ছতা না থাকায় মানুষের সন্দেহ আরও বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। নীতিনির্ধারণ নিয়ে পর্যবেক্ষণ পলিসি রেট কমানোর সিদ্ধান্ত প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারের পদক্ষেপ ঠিক ছিল, তবে এই সংকোচনমূলক নীতি বিনিয়োগ ও কর্মসংস্থান কমিয়েছে। তার মতে, এখন স্থিতিশীলতা থেকে প্রবৃদ্ধির দিকে অগ্রসর হওয়ার সময় হলেও জ্বালানি, গ্যাস, ব্যাংক খাতের তারল্য ঘাটতি ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার মতো বড় সংস্কারগুলো এখনও পিছিয়ে আছে। তিনি বলেন, শুধুমাত্র চাহিদা ব্যবস্থাপনা নয়, সরবরাহ ব্যবস্থার দিকেও সমর্থন দরকার ছিল, যা কেন্দ্রীয় ব্যাংক পায়নি। শেষে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অস্থিরতা যেন অর্থনৈতিক উত্তরণের পথে বাধা না হয়ে দাঁড়ায়। তিনি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সম্ভাব্য ‘ভূমিকম্প’ পরিস্থিতির কথাও উল্লেখ করেন, যা বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

খেলাধুলা
চট্টগ্রামে বাংলাদেশের দুঃস্বপ্নের শুরু

চট্টগ্রামে বাংলাদেশের দুঃস্বপ্নের শুরু

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ভয়ঙ্কর পরাজয়। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪২ রানে থামে টাইগাররা। ফলে সফরকারী আয়ারল্যান্ড ৩৯ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০’তে এগিয়ে গেল। বাংলাদেশের ব্যাটিং লাইনে একাই লড়েছেন তাওহিদ হৃদয়। ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকার এই ইনিংস তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা। তবে দলের বড় হার আটকাতে তার ইনিংস যথেষ্ট হয়নি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই চাপের মুখে পড়ে। আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তুলে মাত্র ৪ ওভারে ৪০ রান করেন। পরের দিকে তানজিম সাকিবের বলে স্টার্লিং এবং টেক্টর দুজনই ফিরে যান। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ গড়ে। জবাবে বাংলাদেশের শুরু ভয়ঙ্কর, মাত্র ১৮ রানে ৪ উইকেট হারায় দল। তানজিদ হাসান তামিম, লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন দ্রুত আউট হন। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২০ রান। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও জাকের আলী ৩৪ বলে ৪৮ রান যোগ করার চেষ্টা করেন। তবে জাকের ২০ রানে আউট হয়ে গেলে আশা প্রায় শেষ হয়ে যায়। এরপর তানজিম সাকিব ৫ এবং নাসুম আহমেদ শূন্য রানে ফিরে যান। তাওহিদ হৃদয় ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন, ৭ চার ও ৩ ছক্কায় দলের সংগ্রহ ১৪২ রানে থামে। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাথিউ হামপ্রিস ১৩ রানে ৪টি এবং বেরি ম্যাকার্থি ২৩ রানে ৩টি উইকেট নেন। বাংলাদেশ ব্যাটিং লাইন ছড়িয়ে পড়লেও মোস্তাফিজুর রহমান ৪ ওভারে উইকেটশূন্য ছিলেন ২৩ রান দিয়ে। তানজিম সাকিব ২ উইকেট নেন ৪১ রানে, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন এক করে উইকেট নেন যথাক্রমে ৪২ ও ৩৪ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশের এই ব্যর্থতা একদিকে সিরিজের শুরুতে হোয়াইটওয়াশের স্বপ্নকে থামিয়ে দিয়েছে, অন্যদিকে তাওহিদ হৃদয়ের একক লড়াইয়ে সমর্থকদের কেবল সাহস পেয়েছে।

বিনোদন
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বিশ্বজুড়ে আলোচিত ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতার মালিকপক্ষ বর্তমানে গুরুতর আইনি জটিলতায় পড়েছে। প্রতিযোগিতার থাই মালিক অ্যান জাকাপং জাকরাজুতাতিপের বিরুদ্ধে থাইল্যান্ডে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই মালিকপক্ষের বিরুদ্ধে এই অভিযোগগুলো সামনে আসে। জাকাপং এবং তার কোম্পানি জে কে এন গ্লোবালকে একটি আর্থিক বিরোধে জড়ানো হয়েছে। ব্যাংককের আদালতে এই সপ্তাহে তাদের প্রতিষ্ঠানটির এক বিনিয়োগকারীর সঙ্গে প্রায় ৩ কোটি থাই বাথ বা ৯ লাখ ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকার বেশি) সম্পর্কিত বিরোধের শুনানি হওয়ার কথা ছিল। তবে জাকাপং শুনানিতে উপস্থিত ছিলেন না, যার কারণে বুধবার ব্যাংকক সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ২০২৩ সাল থেকেই জাকাপং এবং জে কে এন গ্লোবাল বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ার পর ২০২৪ সালে থাই দেউলিয়া আদালতে পুনর্বাসনের আবেদন করে। কোম্পানির মোট ঋণের পরিমাণ প্রায় ৩০০ কোটি থাই বাথ (৯২.৬৩ মিলিয়ন ডলার)। অন্যদিকে, জে কে এন গ্লোবালের সহ-মালিক রাউল রোচা কান্তু মেক্সিকোতে আলাদা আইনি ঝামেলায় পড়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার মেক্সিকোর প্রসিকিউটররা জানিয়েছেন যে কান্তুর বিরুদ্ধে মেক্সিকো ও গুয়াতেমালার মধ্যে অস্ত্র, মাদক ও জ্বালানি পাচারের অভিযোগের তদন্ত চলছে। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন থাকার পর এই মিস ইউনিভার্স প্রতিযোগিতা ২০২২ সাল থেকে থাই ধনকুবের অ্যান জাকাপং জাকরাজুতাতিপের মালিকানাধীন। এই মাসের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত সর্বশেষ প্রতিযোগিতাকালে ফলাফল কারচুপিসহ নানা কেলেঙ্কারিতে প্রতিযোগিতার সমালোচনা হয়।