এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ


এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের কাছে আরও জানা যায়, রাজু ভাস্কর্যের পাশে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। প্রথম বিস্ফোরণে একটি সংবাদকর্মীর বাইকে আঘাত লাগে এবং বাইকটি ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করে এবং ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×