ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি প্রবেশপথে তালা, নিরাপত্তা প্রহরী বহিষ্কার
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০২ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত প্রহরীরা হলেন- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রহরী মো. শাহ আলম ও মো. সেলিম, চারুকলা অনুষদের মাঝের গেটের প্রহরী মো. সংগ্রাম হোসেন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের প্রহরী মো. সাইফুল ইসলাম, কার্জন হলের পেছনের গেটের প্রহরী মো. আলী আহমেদ। তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
এর আগে, ১১ নভেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশদ্বারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তালা দেয়। এরপর, ১২ নভেম্বর ওই প্রবেশদ্বারের দায়িত্বে থাকা প্রহরীদের সাময়িক বহিষ্কার করা হয়।
ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। যারা প্রবেশদ্বারে তালা দিয়েছিল, তাদের শনাক্তের চেষ্টা চলছে।”
তিনি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করে অভিযুক্তদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।