ছেলে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক আটক
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে ছেলে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আকস্মিক এ অভিযানে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোচনার পরিবেশ।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত প্রায় ১১টার সময় রাজধানীর শেওরাপাড়ায় তাঁর বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নিশ্চিত করে বলেন, “ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত।”
অভিযোগগুলো সামনে আসে সেই সময়, যখন রসায়ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে অধ্যাপক হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন নিজের ফেসবুক পোস্টে অভিযোগ উল্লেখ করে পরিচয় গোপন রেখে দুইজন শিক্ষার্থীর বক্তব্য প্রকাশ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, অধ্যাপক এরশাদ হালিম নানা অজুহাতে ছাত্রদের রুমে ডাকতেন, আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ চাইতেন এবং জোর করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। অভিযোগে আরও বলা হয়, তিনি শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।