ফেসবুকে আ. লীগের প্রচারণা, ছাত্রলীগ কর্মী আটক


ফেসবুকে আ. লীগের প্রচারণা, ছাত্রলীগ কর্মী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগে আবারও একজন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষার হলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিব মাসুদ। পরে তাকে প্রক্টরিয়াল বডির হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে ইবি থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, আকিব ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করার উদ্দেশ্যে বিভাগের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে আকিবকে আটক ও মারধরের চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, আকিব গত ৫ আগস্টের পর থেকে নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে পোস্ট দিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে থাকাকালীন তিনি জুনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিং দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তাকে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও শোক দিবসের আলোচনার পর মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।

অভিযুক্ত আকিব মাসুদ জানান, “আমি ফেসবুকে আওয়ামী লীগ নিয়ে পোস্ট করেছি। আমার পরিবারও আওয়ামী লীগ করে। আমি একসময় ছাত্রলীগের সদস্য ছিলাম। শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। এতদিন ক্লাস এবং পরীক্ষা দিয়েও কোনো সমস্যা হয়নি। আজ পরীক্ষা দিতে এলে তারা আমাকে আটক করেছে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×