শেখ হাসিনার রায়ের পর ডাকসুর নেতৃত্বে আনন্দ মিছিল


শেখ হাসিনার রায়ের পর ডাকসুর নেতৃত্বে আনন্দ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আনন্দ মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। রায় ঘোষণার পর মুহূর্তেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে টিএসসির পায়রা চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার কার্যক্রম টিএসসিতে স্থাপিত বড় পর্দায় সরাসরি দেখানো হয়, যেখানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মিছিলের প্রথম সারিতে ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। তাঁদের সঙ্গে বিভিন্ন হল সংসদের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা “এই মাত্র খবর এলো, খুনি হাসিনার ফাঁসি হলো”- এ ধরনের স্লোগান দিতে থাকেন।

আজ দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×