ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ৬ ডিসেম্বর পর্যন্ত, হল ছাড়ার নির্দেশ


ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ৬ ডিসেম্বর পর্যন্ত, হল ছাড়ার নির্দেশ

সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আগামীকাল রোববার বিকাল ৫টার মধ্যেই আবাসিক হল খালি করতে বলা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৬ ডিসেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার পাশাপাশি সব আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় সভায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাত শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলেছে—এ বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত পর্যালোচনা করা হয়। তারা জানান, ভূমিকম্পের পর আবাসিক হলগুলোতে বিস্তারিত পরীক্ষা চালানো প্রয়োজন। ঝুঁকি মূল্যায়ন ও সম্ভাব্য সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে হলে হলগুলো খালি রাখতে হবে।

যদিও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকছে, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—এই সময়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×