বিচারকদের নিয়ে অবমাননাকর সকল ধরনের কনটেন্ট অপসারণের নির্দেশ


বিচারকদের নিয়ে অবমাননাকর সকল ধরনের কনটেন্ট অপসারণের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার বিচারকদের কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অবমাননাকর ছবি, ভিডিও ও পোস্ট দ্রুত মুছে ফেলতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এসব পোস্ট অপসারণের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ও ভিডিও ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ে, যা ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে।

পরিস্থিতি বিবেচনায় ট্রাইব্যুনাল বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে অবিলম্বে এসব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

আদেশে ট্রাইব্যুনাল উল্লেখ করে, দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে মুক্ত চিন্তা ও বাকস্বাধীনতা প্রয়োগ করতে হবে; কোনোভাবেই অবমাননায় পরিণত হওয়া চলবে না।

আদালতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যান্য আইনজীবী। এ সময় আসামিপক্ষের আইনজীবী এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×