বিচারপতি, মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন, অভিযুক্ত সেনা কর্মকর্তারা পারবেন না কেন?


বিচারপতি, মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন, অভিযুক্ত সেনা কর্মকর্তারা পারবেন না কেন?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনকে নস্যাৎ করে মন্তব্য করেছেন, “আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন; তাহলে তারা কেন পারবেন না?”

রবিবার (২৩ নভেম্বর) র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এর গুমের অভিযোগে দায়েরকৃত দুটি মামলার শুনানির সময় ট্রাইব্যুনালের এই মন্তব্য আসে। অভিযোগ গঠনের শুনানি যথাক্রমে ৩ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেছেন। অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল প্রশ্ন তোলে, “আপনাদের অপারগতা থাকলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আইন সবার জন্য সমান।”

আইনজীবী মাসুদ সালাহউদ্দিন জানিয়েছেন, প্রসিকিউশন সময় চাইলে ট্রাইব্যুনাল তা মেনে নেবে এবং শুনানি নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×