ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি


ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

বিচারাঙ্গনের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে বসছে ফুলকোর্ট সভা। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ সভার আহ্বান জানিয়েছেন, যেখানে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেবেন।

সভাটি অনুষ্ঠিত হবে সেই দিন বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে। সোমবার ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে।

ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব আলোচনা ফোরাম হিসেবে পরিচিত, যেখানে নীতি নির্ধারণী নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×