বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:০১ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে করা তার মন্তব্যের কারণে আসে।
বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর একক বেঞ্চে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই মামলার শুনানি করেন। তবে চেয়ারম্যানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলে আগামী রোববার (৩০ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ ও ফারুক আহাম্মদসহ অন্যান্য সদস্যরা।
প্রসিকিউশন জানায়, ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ওই অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সংক্রান্ত মন্তব্য করেন, যা আদালত অবমাননার মধ্যে পড়ে।
ট্রাইব্যুনাল ফজলুর রহমানের অন্যান্য পরিচয় সম্পর্কেও জানতে চায়। প্রসিকিউটর তামিম জানান, তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। এছাড়া, জুলাই বিপ্লবের ঘটনার পর এমন বিরূপ মন্তব্যের কারণে তার বিএনপির পদও স্থগিত রয়েছে। পরে প্রসিকিউটর তামিম কোন আইনে তিনি আদালত অবমাননার অভিযোগে দায়ী তা আদালতের কাছে পড়ে শুনান করেন।