লাভেলো আইসক্রিমের এমডি একরামুলের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা


লাভেলো আইসক্রিমের এমডি একরামুলের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগের কারণে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকরামুল হক, তার স্ত্রী নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনি সারিকা ইকরাম ও মুহসিনি তারিকা ইকরামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বুধবার (২৬ নভেম্বর) এই আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। আদেশটি অনুসন্ধানকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক হাফিজুর রহমান আদালতে তাদের বিদেশ যাত্রা সীমিত করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্তরা যে কোনো সময় বিদেশে চলে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ যাত্রা প্রতিরোধ করা অত্যন্ত প্রয়োজন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×