দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর সতর্কতা জারি


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর সতর্কতা জারি

দেশজুড়ে অগ্নিকাণ্ডসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি দেশের সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দিয়েছে জরুরি ভিত্তিতে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে নিয়মিত ‘ফায়ার ড্রিল’ বা মহড়া আয়োজন করার।

বুধবার (২৬ নভেম্বর) মাউশি থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠি প্রেরণের আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি নির্দেশনা পাঠানো হয়েছিল, যার আলোকে মাউশি সতর্কতা জারি করেছে।

মাউশির চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও তাদের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোকে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বিরতিতে অগ্নিনিরাপত্তা মহড়া আয়োজনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, অগ্নি ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার করতে হবে এবং ফায়ার এক্সটিংগুইশারসহ সকল নিরাপত্তা সরঞ্জামের কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×