সিনেমা থিয়েটারেই পরিচালককে জুতাপেটা করলেন অভিনেত্রী!


সিনেমা থিয়েটারেই পরিচালককে জুতাপেটা করলেন অভিনেত্রী!

সিনেমার জমকালো প্রিমিয়ার অনুষ্ঠান হঠাৎ রূপ নিল চাঞ্চল্যকর এক ঘটনায়—মুম্বাইয়ের একটি সিনেমা হলে পরিচালকের ওপর জুতা হাতে চড়াও হলেন অভিনেত্রী রুচি গুজ্জার। উপস্থিত দর্শকদের চোখের সামনেই ঘটে যায় এই নাটকীয় মুহূর্ত।

শনিবার, ২৫ জুলাই, মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমা ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ার। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে পরিচালক ও প্রযোজক করন সিংয়ের মুখোমুখি হন অভিনেত্রী এবং মডেল রুচি গুজ্জার। কথোপকথনের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বচসা শুরু হয়। এরপর হঠাৎ রুচি খুলে নেন নিজের জুতা এবং করন সিংকে মারতে শুরু করেন। উপস্থিত অনেকেই পরিস্থিতি ঠান্ডা করতে এগিয়ে আসেন।

ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রুচি গুজ্জারের অভিযোগ, তিনি একটি টেলিভিশন প্রজেক্টে সহ-প্রযোজক হিসেবে ২৩ লাখ রুপি বিনিয়োগ করেছিলেন, যেটি করন সিংয়ের কাছে দেন। কিন্তু সেই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি এবং তিনি অর্থ ফেরতও পাননি।

এই অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় করন সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন রুচি। তার আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, করন সিংয়ের বিরুদ্ধে শারীরিক নিপীড়নের অভিযোগেও খুব শিগগিরই আম্বোলি থানায় আরেকটি মামলা দায়ের করা হবে।

এদিকে, সিনেমাটির আরেক পরিচালক মান সিং বলেন, রুচি গুজ্জার সিনেমাটির মুক্তি আটকাতে নানা চেষ্টা করছেন। তবে আদালত ইতোমধ্যে ছবিটি মুক্তির জন্য সবুজ সংকেত দিয়েছে।

ঘটনাটি নিয়ে বলিউডে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ রুচির সাহসিকতার প্রশংসা করছেন, অন্যদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, এই ধরনের আচরণ কোনো প্রিমিয়ারে কতটা উপযুক্ত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×