প্রতি জন্মদিনে শাহরুখের নামে চাঁদে জমি কেনেন নারী ভক্ত


প্রতি জন্মদিনে শাহরুখের নামে চাঁদে জমি কেনেন নারী ভক্ত

বলিউডের বাদশাহ শাহরুখ খানকে ভক্তরা সর্বদা প্রেম এবং অভিনব উপহারের মাধ্যমে প্রীত করে থাকেন। কিন্তু এক অস্ট্রেলীয় নারী ভক্ত তাঁর সবকিছুকে ছাপিয়ে গেছেন। জন্মদিনে তিনি শাহরুখ খানের নামে চাঁদে জমি কেনেন!

২০০৯ সালের এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই এই অদ্ভুত ঘটনাটি প্রকাশ করেন। তিনি বলেন, “একজন অস্ট্রেলীয় নারী প্রতি বছর আমার জন্মদিনে চাঁদে আমার নামে জমির একটি ছোট অংশ কেনেন। লুনার রিপাবলিক সোসাইটি থেকে তিনি সেই জমির সার্টিফিকেট পাঠান। এছাড়া, তিনি পাঠানো রঙিন ই-মেইলে লাল এবং নীল লাইনও অন্তর্ভুক্ত করেন।”

ভক্তের নাম স্যান্ডি। জানা যায়, ২০০২ সালে তিনি শাহরুখ খানের নামে বৃশ্চিক রাশির একটি তারারও নামকরণ করেছিলেন। শাহরুখ খান এই অভিনব উপহারের জন্য ভক্তকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভক্তদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

আজ, ২ নভেম্বর, শাহরুখ খান উদযাপন করছেন তার ৬০তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে নয়াদিল্লিতে জন্ম নেওয়া কিংবদন্তি অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করে যাচ্ছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×