অক্ষয় কুমারকে পুরোপুরি ভরসা করতে পারেন না টুইঙ্কল খান্না!


অক্ষয় কুমারকে পুরোপুরি ভরসা করতে পারেন না টুইঙ্কল খান্না!

বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না সংসার জীবনে পা দিয়েছেন প্রায় ২৪ বছর আগে। দীর্ঘ এই দাম্পত্য জীবনে সুখ-দুঃখের পাশাপাশি নানা বিতর্কও ঘিরে রেখেছে তাদের সম্পর্ককে—বিশেষ করে অক্ষয়ের প্রেমঘন অতীত নিয়ে আলোচনা থামেনি কখনোই।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমারের জীবনে একাধিক প্রেম এসেছিল—কিছু শুরু হয়েছিল সিনেমার সেটে, আবার কিছু সম্পর্ক ভেঙেছে বাগ্‌দান পর্যন্ত গড়ানোর পর।

তবু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০০১ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী টুইঙ্কল খান্নাকে। দীর্ঘ দুই যুগ একসঙ্গে কাটালেও টুইঙ্কল নাকি এখনো স্বামীকে পুরোপুরি ভরসা করতে পারেন না।

নিজেই একবার মজার ছলে বলেছিলেন, “আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো। তোমার দ্বিতীয় স্ত্রী যদি আমার ব্যাগ-জামা পরে ঘুরে বেড়ায়, সেটা আমি মানতে পারব না।”

অক্ষয় ও টুইঙ্কলের দাম্পত্য জীবনে এখন দুটি সন্তান—ছেলে আরভ ও মেয়ে নিতারা। বড় ছেলে আরভ লন্ডনে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন, আর কনিষ্ঠা নিতারা সম্প্রতি কৈশোরে পা রেখেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×