অভিনেতা ইরফান সাজ্জাদের ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনার ঝড়


অভিনেতা ইরফান সাজ্জাদের ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনার ঝড়

নারী ক্রীড়া সংগঠক, করপোরেট ব্যক্তিত্ব এবং সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিযুক্ত রুবাবা দৌলাকে নিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদের একটি ফেসবুক পোস্ট নেটিজেন মহলে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।

গত সোমবার (৩ নভেম্বর) নবনিযুক্ত এই বিসিবি পরিচালক প্রথমবারের মতো বোর্ড মিটিংয়ে যোগ দেন। মিটিং শেষ হওয়ার পরে অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের ফেসবুকে রুবাবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে তাহলে আর আশা নাই।’

অনেকে এই ফেসবুক পোস্টের নেতিবাচক সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে অসম্মানজনক এবং অশালীন বলে মন্তব্য করেছেন।

এসব সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য অভিনেতা ইরফান সাজ্জাদের নজরে আসে। তিনি ফেসবুক পোস্টটির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আপনি আমাকে কতটা চেনেন জানি না। আমি আসলে একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশ ক্রিকেটের বড় ভক্ত। আমার পোস্টটি ছিল ব্যঙ্গাত্মক। রুবাবা আপু আমার ক্রাশ, আমি তাকে স্বাগত জানাই। বলতে চেয়েছিলাম; এত সুন্দর ও মেধাবী একজন মানুষ বিসিবিতে যোগ দিয়েছেন, তারপরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হয়, তবে আর কবে হবে?’

এই ধরনের সমালোচনার মুখে পরবর্তীতে অভিনেতা ইরফান তাঁর ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং লেখেন, ‘যাই হোক, অনেকেই ভুল বুঝেছে, তাই আমি পোস্টটা ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টোপাল্টা কমেন্ট করে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×