হঠাৎ অসুস্থ গোবিন্দ, হাসপাতালে ভর্তি বলিউড তারকা


হঠাৎ অসুস্থ গোবিন্দ, হাসপাতালে ভর্তি বলিউড তারকা

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহু এলাকার নিজ বাড়িতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল গণমাধ্যমকে জানান, গোবিন্দা কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন। তিনি বলেন, “অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে আনা হয়।”

চিকিৎসক সূত্রে জানা গেছে, গোবিন্দ কিছুটা বিভ্রান্ত অনুভব করছিলেন, তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা সব পরীক্ষা সম্পন্ন করেছেন এবং রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।

এই ঘটনার মাত্র এক দিন আগেই গোবিন্দ প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। গত সোমবার রাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে সেখানে যান, এবং তখন তাকে সম্পূর্ণ স্বাভাবিক দেখা গিয়েছিল।

কিন্তু মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×