কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার


কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত কন্টেন্ট নির্মাতা হিরো আলমকে শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিরঝিল এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত জানান, “হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। আজ সকালে তাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।”

মামলাটি দায়ের করেছিলেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি। তিনি হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেন।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই মামলায় আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×