বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না: মিথিলা


বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না: মিথিলা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের পতাকা হাতে তুলেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর গত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান।

থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলা নেটিজেনদের মাঝে চলমান বিতর্ক ও সমালোচনার বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি দেশের মানুষদের প্রতি নিজের হতাশা ও কষ্ট প্রকাশ করেছেন এবং প্রতিযোগিতার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন।

ভিডিওতে মিথিলা বলেন, “আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ থেকে একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে চেষ্টা করছে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, সময়মতো সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে—এত সব করার পরও যদি নিজের দেশের মানুষের থেকে সমর্থন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের।”

বিকিনি পরা নিয়ে তিনি আরও বলেন, “আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে আসলে রিলিজিয়নের কোনো বিষয় নেই। বাংলাদেশের হয়ে জিততে হলে আমাকে বিকিনি পড়তেই হবে।”

তিনি জানান, “এই জায়গাটা অনেক বড়। এতগুলো দেশের সুন্দরী প্রতিযোগীদের সঙ্গে কম্পিটিশন করতে হলে আমাকে আরও ভালো করতে হবে। আমার দেশের মানুষকেও সমর্থনের মাধ্যমে এগিয়ে আসতে হবে।”

মিথিলার এই বক্তব্য দেশের মানুষের প্রতি সমর্থনের আহ্বান হিসেবে দেখা হচ্ছে, যাতে তিনি মিস ইউনিভার্সের মঞ্চে দেশের জন্য সেরাটা দিতে পারেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×