কনসার্টে হুমা কুরেশির অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য আলোচনায়


কনসার্টে হুমা কুরেশির অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য আলোচনায়

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও অভিনয় প্রশিক্ষক রাচিত সিংয়ের সম্পর্কের খবর আগেই শোনা গিয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে তাদের বাগদানের খবরও আলোচনায় আসে। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা ক্রমেই তুঙ্গে ওঠার সময়ে, সম্প্রতি মাই গ্ল্যাম ফেস্টে দু’জনকে একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়। প্রকাশ্যে চুম্বনের দৃশ্যও নজর কাড়ে।

এদিকে, হিমেশ রেশামিয়ার কনসার্টে হুমা ও রাচিতকে পাশাপাশি দাঁড়িয়ে গান উপভোগ করতে দেখা যায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাচিত হুমাকে জড়িয়ে ধরে মাথায় চুম্বন দিচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, হুমা রাচিতকে ক্যামেরার দিকে তাদের উপস্থিতি নিয়ে সতর্ক করছেন। হুমার এই সতর্কবার্তার পর রাচিত হাত সরিয়ে এক পা পিছিয়ে যান। এই মুহূর্তটিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। কনসার্টে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুনাওয়ার ফারুকি ও তার স্ত্রী মেহজাবিন কোটওয়ালা।

হুমা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের কয়েকটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ‘হুক্কা বার’ গানটির সঙ্গে নাচতে দেখা যাচ্ছিল।

অন্যদিকে, গত কয়েক মাস ধরে হুমা ও রাচিতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। যদিও বাগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, এখন পর্যন্ত দু’জনই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এবং তাদের সম্পর্কের প্রকৃতি প্রকাশ্যে জানাননি।

সম্প্রতি হুমা কুরেশিকে দেখা গেছে ‘দিল্লি ক্রাইম ৩’ ও ‘মহারানি ৪’-এ। রাচিত সিং দীর্ঘদিন ধরে বলিউডে অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতার সঙ্গে যুক্ত রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×