আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়: মাহিয়া মাহি


আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়: মাহিয়া মাহি

কিছুদিন সোশ্যাল মিডিয়ার আলোচনার বাইরে থাকলেও ফের অনলাইনে সরব উপস্থিতির জানান দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি নীরবতা ভেঙে তিনি স্বামী রাকিবের সঙ্গে সংসার পুনঃস্থাপনের ঘোষণা দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

এরপর থেকেই মাহি বিভিন্ন সময়ের কিছু ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, যা অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করছে। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন, তবে মনে হচ্ছে তার মন ভারতের প্রতি আকৃষ্ট।

সম্প্রতি মাহি তার ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে তিনি ফুরফুরে মেজাজে স্টাইলিশ লং সুটে সাজে, চোখে কালো রোদচশমা পরিহিত। তবে ছবি যতটা নয়, ক্যাপশনটাই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। মাহি লিখেছেন, “আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।”

এই রহস্যময় ক্যাপশন ঘিরে নেটপাড়ায় আলোচনা শুরু হয়েছে। ভক্তরা জানতে চাচ্ছেন, হঠাৎ কেন তার রুহ ভারতে ‘থেমে’ আছে। অনেকেই মন্তব্যে জিজ্ঞেস করেছেন, কেন এই পরিস্থিতি এবং এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না।

একজন লিখেছেন, “আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি সবাই বাংলাদেশে।” আরেকজন মন্তব্য করেছেন, “শুভ কামনা রইলো,” সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।

মাহির এই পোস্ট দেখিয়ে আবারো নেটিজেনদের কৌতূহল জাগিয়ে দিয়েছেন, এবং তার পরবর্তী কার্যকলাপকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×