২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫৯৩


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫৯৩

শুধু গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবার (২২ নভেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মৃত্যুর মধ্যে দুইজনই বরিশাল বিভাগের বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৯০, চট্টগ্রাম বিভাগে ৯৭, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ৮৮, ঢাকা উত্তর সিটিতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ এবং খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে দেশে ৬২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ৮৬,৩৩১ জন রোগী ডেঙ্গু থেকে সেরে উঠেছেন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৯,৪৮৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।

প্রসঙ্গত, আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক লাখ ১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ার এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হওয়ার পূর্বাভাস রয়েছে। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১,৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×