বইমেলায় দর্পণ কবীরের দুই বই প্রকাশিত হচ্ছে


বইমেলায় দর্পণ কবীরের দুই বই প্রকাশিত হচ্ছে

কবি ও কথা সাহিত্যিক দর্পণ কবীরের দুটি বই প্রকাশিত হচ্ছে আগামী একুশের বইমেলায়।

অনন্যা পাবলিশার্স থেকে তার চতুর্থ কিশোর উপন্যাস ‘এক ঠ্যাঙা ভূত’ এবং ঝুমঝুমি প্রকাশন থেকে ‘কথোপকথন’ নামে সপ্তম কাব্যগ্রন্থ বের হচ্ছে। দুটি বইয়ের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। 

লেখকের এর আগে ২৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। দর্পণ কবীর উপন্যাস, কবিতা, গল্প, ছড়া ও গান লিখেন নিয়মিত।

সপ্তম শ্রেণীর ছাত্রাবস্থায় তার লেখালেখির হাতেখড়ি। কবিতাপ্রিয়দের কাছে তার কবিতা সমাদৃত। বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য আবৃত্তিশিল্পীরা তার কবিতা আবৃত্তি করেছেন। প্রয়াত অভিনেতা ও বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তি হওয়া ‘বসন্ত নয় অবহেলা’ কবিতাটি পাঠক হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। 
দর্পণ কবীর স্ব-পরিবারে ২০০২ সাল থেকে নিউইয়র্ক শহরে বাস করছেন। পেশায় তিনি সাংবাদিক। ঢাকা ও নিউইয়র্কে তিনি বেশ কয়েকটি মিডিয়ায় কাজ করেছেন। বর্তমানে দেশকণ্ঠ ওয়েব’-এর সম্পাদক। এ ছাড়া, তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×