শ্রম

আসমা চৌধুরীর কবিতা


আসমা চৌধুরীর কবিতা

তামাক পাতার মতো আমাকে দেখ
এক অপার নেশা, ঘাম, রক্তের জল
চেয়ে থাকি, খুঁজি শস্যের কিনারা।

একটি হাতুড়ি পেলে লুকাই নিজের বেদনা
পাথরে পাথর ঘষি আছে কিছু অনাবাদি মুখ
পরস্পরকে বলি, খুলে নাও রঙিন ইজের
এসো নতুন পৃথিবী গড়ি, বিশ্বাস হই
শ্রম ছাড়া যেন নেই আর কোনো আশ্রয় 
তোমার- আমার ঠিকানা...

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×