খালেদা জিয়া সিসিইউতে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৫
হঠাৎ শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে স্থানান্তর করে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে—দুপুরেই বিষয়টি নিশ্চিত করেছে দলটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শায়রুল কবির বলেন, দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যপরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
তিনি আরও জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
দলের পক্ষ থেকে ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল কবির।
গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) শায়রুল কবির জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে এবং অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। নিয়মিত বিরতিতে এসব সমস্যা বেড়ে যাওয়ায় তাকে প্রায়ই হাসপাতালে যেতে হয়।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।