অবৈধভাবে ইতালিতে থাকা ১২০ বাংলাদেশিকে দেশে ফেরত


অবৈধভাবে ইতালিতে থাকা ১২০ বাংলাদেশিকে দেশে ফেরত

চলতি বছরে ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের তথ্যমতে, গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ চারজন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে। তাদের ইতালিতে বসবাসের বৈধ অনুমতি ছিল না। ফেরত পাঠানোদের মধ্যে দুজন মাত্র এক মাস আগে ভিসা ছাড়াই লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন।

ইতালি দূতাবাস জানায়, অবৈধ অভিবাসন রোধে গৃহীত প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৫ সাল পর্যন্ত ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, “সঠিক ভিসা ছাড়া কিংবা জাল ভিসা নিয়ে দালাল বা পাচারকারীদের মাধ্যমে ইতালিতে প্রবেশের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। এমন প্রমাণ মিললেই তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×