২ দিনের মধ্যে ট্রফি না পেলে কঠিন পদক্ষেপ নেবে ভারত


২ দিনের মধ্যে ট্রফি না পেলে কঠিন পদক্ষেপ নেবে ভারত

এশিয়া কাপ জিতলেও এখনও ট্রফি হাতে পাননি ভারতীয় ক্রিকেটাররা। কারণ, এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি চাইছেন না অন্য কারও হাতে ট্রফি পৌঁছাক, আর ভারতও এর মধ্যে আপসহীন। ফলে ফাইনালের পর ট্রফি দেওয়া হয়নি এবং এখন প্রায় এক মাস অতিক্রান্ত হলেও ভারতীয় দলে সেটি পৌঁছায়নি।

ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানো ভারতের হাতে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পরেও ট্রফি দেওয়া হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেবজিৎ শাইকীয়ার আশা প্রকাশ করেছেন, “দুই-এক দিনের মধ্যে ট্রফি আমাদের হাতে চলে আসবে।”

শাইকীয়া শুক্রবার সংবাদ সংস্থাকে বলেন, “এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। আমরা এটা নিয়ে অখুশি এবং বারবার বিষয়টি উল্লেখ করেছি। ১০ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছিল। তারপরেও কোনো সমাধান হয়নি। আশা করি, খুব শীঘ্রই মুম্বইয়ে আমাদের কার্যালয়ে ট্রফি পৌঁছাবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি নাকভি এখনও অবস্থান না বদলান, আমরা পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ নেব। ৪ নভেম্বর আইসিসির বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে।”

শাইকীয়া জানান, “ভারতবাসীকে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে তা আসবে বলতে পারি না, তবে একদিন নিশ্চয়ই আসবে। পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি, ট্রফি জিতেছি—সব হিসাব আছে, শুধু ট্রফি হাতে নেই। আশা করি শিগগিরই বিষয়টি মীমাংসা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×