ভারত অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল


ভারত অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল

প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। তবে তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে সফরকারীদের ভাগ্য বদলেছে। ভারত অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে।

রোববার (২ নভেম্বর) হোবার্টে টস জিতে ব্যাটিংয়ে পাঠানো অস্ট্রেলিয়া শুরুতেই দুই উইকেট হারায়। এরপর মিচেল মার্শ ও টিম ডেভিড ৫৯ রানের জুটি গড়ে দলের চাপ সামলান।

৭৩ রানে মার্শ ১৪ বলে ১১ রানে আউট হন। এরপর অস্ট্রেলিয়া আরও দুটি উইকেট হারায়। তবে ডেভিড ৮ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার বিদায়ের পর মার্কাস স্টোনিয়াস ৮ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৬৪ রান যোগ করেন। শেষদিকে ম্যাথু শর্ট ১৫ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখেন। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং নেন ৩টি উইকেট।

১৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই দুই উইকেট হারায়। অভিষেক শর্মা ২৫ ও শুভমান গিল ১৫ রান করে ফেরেন। দলের চাপ আরও বাড়ে, যখন ৭৬ রানে তৃতীয় উইকেটও পড়ে। সূর্যকুমার ১১ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এরপর অক্ষর প্যাটেল (১৭) ও তিলক ভর্মা (২৯) মিলে হাল ধরে রাখেন। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ২৩ বলে ৪৯ ও জিতেশ শর্মা ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন, যার ফলে ভারত ৫ উইকেটে জয় নিশ্চিত করে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস নেন ৩ উইকেট।

ভারতের এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরে, এবং চতুর্থ ম্যাচে উত্তেজনা আরও বাড়বে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×