দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিগারের ক্ষোভ প্রকাশ


দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিগারের ক্ষোভ প্রকাশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। রবিবার (৩ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করে জরুরি বিভাগে ডাক্তার না থাকার বিষয়টি তুলে ধরেন।

নিগার লিখেছেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নাই। প্রাইভেট সেন্টার এ সিজার করবে এমন রুগী বেশী প্রাধান্য পায়, টেস্ট করাইতে গেলে আরও খুশি; চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়ো না, একদম ডিরেক্ট মৃত্যু দিয়ো।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×