আশা করি প্রকৃত সত্য বের হয়ে আসবে: মঞ্জুরুল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:২৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি মঞ্জুরুলসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মঞ্জুরুল ইসলাম। বর্তমানে চীনে অবস্থানরত মঞ্জুরুল বলেন, “সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।”
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, “বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্খী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।”
জাহানারার অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। এ প্রসঙ্গে মঞ্জুরুল লেখেন, “অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।”
তিনি আরও আশা প্রকাশ করেন, প্রকৃত সত্য একসময় প্রকাশ পাবে।