হামজা চৌধুরীর ফ্লাইট মিস, ঢাকায় পৌঁছাবেন দেরিতে


হামজা চৌধুরীর ফ্লাইট মিস, ঢাকায় পৌঁছাবেন দেরিতে

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায়। তবে পরিকল্পনা বদলে গেছে, তিনি ঢাকায় পৌঁছাবেন বিকেল পাঁচটায়।

বাফুফে সূত্রে জানা গেছে, হামজাকে ফেডারেশন থেকে একটি টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে লেস্টার সিটির এই মিডফিল্ডার নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। নিজ উদ্যোগে নতুন টিকিট করে তিনি একটি পরবর্তী ফ্লাইটে ঢাকা আসবেন, যার ফলে তার আগমন পাঁচ ঘণ্টা বিলম্বিত হচ্ছে।

আজ জাতীয় দলের কোনো অনুশীলন সেশন নেই, তাই ঢাকায় পৌঁছে হামজা বিশ্রাম নেবেন। অন্যদিকে প্রবাসী ফুটবলারের মধ্যে সামিত সোম কানাডা থেকে ঢাকায় মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পৌঁছাবেন। নেপালের বিপক্ষে আগামী ১৩ নভেম্বরের ম্যাচের আগে তার একদিন অনুশীলনের সুযোগ থাকবে।

এরপর বাংলাদেশ জাতীয় দল ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার দল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×