আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর


আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর

সিরিজ জয়ের সঙ্গে ব্যক্তিগত রেকর্ডে জোয়ারে ছিলেন বাবর আজম। নেতৃত্ব দিয়েছেন দারুণ, ব্যাটে ২০তম ওয়ানডে সেঞ্চুরি বানিয়েছেন, তবে তৃতীয় ওয়ানডেতে এক মুহূর্তের হতাশা তাকে আইসিসির শাস্তির মুখে পড়তে বাধ্য করেছে। ম্যাচে আউট হওয়ার পর স্টাম্পে ব্যাট আঘাত করার কারণে বাবরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলা হয়েছে।

তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে আউট হওয়ার পর বাবর ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। আইসিসির আচরণবিধির ২.২ ধারা—‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার’-এর আওতায় তাকে ম্যাচ ফিরের ১০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম শাস্তি।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি আলী নাকভি এই শাস্তির সুপারিশ করেন। বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট পর্যন্ত শাস্তি দেওয়া যায়।

তবে এই শাস্তি বাবরের সিরিজ পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। তিন ম্যাচে ১৬৫ রান করে তিনি সিরিজের সর্বোচ্চ রানস্কোরার হিসেবে নাম লেখিয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে তার ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরিটি পাকিস্তানের রেকর্ডে নতুন মাইলফলক হয়ে গেছে।

একদিকে সিরিজ জয়ের আনন্দ, অন্যদিকে মুহূর্তের হতাশার কারণে বাবরের তৃতীয় ওয়ানডে রইল মিশ্র অনুভূতির দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×