মুশফিকের শততম টেস্টে বিসিবির বিশেষ উপহার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:১৭ এম, ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম বিশেষ সম্মাননায় ভূষিত হলেন। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে শততম টেস্ট উপলক্ষে বিশেষ ক্যাপ উপহার হিসেবে তুলে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুল বাশারের হাতে প্রথম টেস্ট ক্যাপ হাতে পাওয়ার আনন্দ তখন ভিন্নরকম ছিল। ঠিক দুই দশক পর একই হাতে মুশফিক তার শততম টেস্টের স্মারক ক্যাপ গ্রহণ করলেন।
জাতীয় দলের আরেক প্রাক্তন অধিনায়ক আকরাম খানও মুশফিককে বিশেষ উপহার প্রদান করেন। এ ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম এবং প্রধান কোচ নাজমুল আবেদীন তাকে স্মারক ক্রেস্ট প্রদান করেন।
মিরপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুশফিককে উপহার হিসেবে দেওয়া হয়েছে দুটি বিশেষ স্মারক জার্সিও, যেগুলোতে তার প্রথম এবং শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর রয়েছে। নাজমুল আবেদীন ও হাবিবুল বাশার মিলে এই জার্সি মুশফিকের হাতে তুলে দেন। এক ক্রিকেটারের ক্যারিয়ারের দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মৃতি ধরে রাখার জন্য এটি হয়ে উঠেছে অনন্য সংগ্রহ।
শততম টেস্টের মাধ্যমে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের এই অবদানের স্বীকৃতি জানাতেই বিসিবি, প্রাক্তন অধিনায়করা এবং তার সতীর্থরা আয়োজনটি সম্পন্ন করেন।