রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশঃ ০৮:২১ পিএম, ০১ জুন ২০২৫

রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে এসএম সৌরভ হোসেন নামে এক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০১ জুন) সকালে সেনানিবাসের নির্মাণাধীন একটি ভবনের লোহার পাইপের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ বলছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই সেনাসদস্য। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এসএম সৌরভ হোসেন (৩০) রাজেন্দ্রপুর সেনানিবাসের ১১ এমপি ইউনিটের সদস্য ছিলেন। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সৌরভ হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। সৌরভের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আব্দুল হালিম বলেন, ‘রবিবার ভোররাত ৫টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের ৯০২ সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবনের লোহার পাইপের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সৌরভ হোসেন। এ সময় ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×