তালাবন্ধ ফ্ল্যাটে আগুনে পুড়ে নারীর মৃত্যু


তালাবন্ধ ফ্ল্যাটে আগুনে পুড়ে নারীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকায় একটি তালাবন্ধ ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দোলন হোসেনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ দিকের ফ্ল্যাটটি আগুনে পুরোপুরি পুড়ে যায়। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্ল্যাটের ভেতর থেকে পুড়ে যাওয়া নারীর মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্রও সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, আগুন লাগার সময় ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা ছিল। ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা তালা ভাঙার চেষ্টা করেছিলেন, তবে তখন ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

পুলিশ জানায়, প্রায় ৪-৫ বছর ধরে সালমা বেগম ও সামছুন্নাহার বেগম নামে দুই বোন ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এদের একজন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন, আর অন্যজন ওই সময় বাইরে ছিলেন। তবে নিহত নারীর নাম এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, “দুই বোন ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আগুন লাগার পর স্থানীয়রা তালা ভেঙে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×