সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার আমিশাপাড়া বাজারে এ হামলা হয়।

৫৫ বছর বয়সী আব্দুর রহিমের বাড়ি লক্ষ্মীপুর জেলার মতলবপুরে। আমিশাপাড়া বাজারে তিনি “মিতালী বেকারি” নামে একটি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দাদন ব্যবসায়ী নান্টুর কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছিলেন রহিম। এ নিয়ে মঙ্গলবার তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার পর হাতাহাতির ঘটনাও ঘটে। এর জের ধরে পরদিন রাতে নান্টুসহ তার সহযোগীরা রহিমের দোকানে গিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ি থানার এসআই সুভাষ পাল জানান, বৃহস্পতিবার খবর পেয়ে দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×