ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মদ্যপানের অতিরিক্ত মাত্রার কারণে শুক্রবার (৩ অক্টোবর) রাতে দুই জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু’জন অসুস্থ হয়ে পড়েছেন।

ঘটনা ঘটেছে উপজেলার মির্জাপুর গ্রামে। নিহতরা হলেন ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস (৭০) এবং সৌরভ দাস (৩৫)।

অজিত সুমন ও মন্টু মালাকারের অবস্থাও আশঙ্কাজনক তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পূজার অনুষ্ঠান শেষে মির্জাপুর গ্রামের কুকিল মালাকার বাড়িতে মদের আসর বসে। সেখানে অতিরিক্ত মদ্যপানের ফলে শ্রীনিবাস ও সৌরভ দাস ঘটনাস্থলেই মারা যান। আতঙ্কিত উপস্থিতরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে অজিত সুমন ও মন্টুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত মদ্যপানে দুই জন নিহত হয়েছেন। দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×