রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এখনো হতাহাতের কোনো খবর পাওয়া যায়নি।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শারফুল আহমেদ ভূঁইয়া আরও বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×