চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরে হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তারা এ মিছিল করে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, “বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর” লেখা একটি ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গণমাধ্যমকে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ একটি মিছিল বের করেছে। সাত-আটজন ছেলে ১৫ সেকেন্ডের মিছিলটি বের করেন। সবাইকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এর আগে গত রোববার (০৯ নভেম্বর) ভোরে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। সেই ঘটনায় অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×