চট্টগ্রাম বন্দরের আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ


চট্টগ্রাম বন্দরের আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বচ্ছ ও অব্যাহত রাখার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের আশপাশে আরও এক মাসের জন্য সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এটি একটি সর্বোচ্চ শ্রেণির কেপিআই। দেশের মোট আমদানি ও রপ্তানির অধিকাংশ কার্যক্রম এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। দৈনন্দিন ভোগ্যপণ্য, শিল্প কারখানার কাঁচামালসহ আমদানি-রপ্তানিযোগ্য পণ্য পরিবহনের জন্য প্রায় ৫ থেকে ৬ হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইমমুভার প্রতিদিন বন্দরে চলাচল করে।
বন্দর সংলগ্ন এলাকায় মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন বা পথসভা আয়োজনের কারণে যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয়, যা জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এসব বিবেচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দরের আশপাশে আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এক মাসের জন্য যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন বা পথসভা নিষিদ্ধ করেছে।

এর আগে গত ১০ অক্টোবরও চট্টগ্রাম বন্দরের জন্য ৩০ দিনের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×