ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০২:১৮ পিএম, ১২ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। দুর্বৃত্তরা ব্যাংকের ভিতরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের দিকে চান্দুরা এলাকায়। ব্যাংকের চান্দুরা শাখার ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, “মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে।”
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও জানান, “কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”