রাজধানীজুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নারায়ণগঞ্জে আবারও হামলা


রাজধানীজুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নারায়ণগঞ্জে আবারও হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ মোবারক (৫০) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার প্রবেশ পথ চৌরাস্তায় পায়রা চত্বর এলাকায় একের পর এক তিনটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছুটোছুটি করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোবারককে আটক করে থানায় নিয়ে যায়।

আটক মোবারক নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, “ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণের পর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তার সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×