৬৫ লাখ টাকা ছিনতাই মামলায় ডিবি, নৌ পুলিশ ও র‍্যাবের সদস্যসহ ৫ জন রিমান্ডে


৬৫ লাখ টাকা ছিনতাই মামলায় ডিবি, নৌ পুলিশ ও র‍্যাবের সদস্যসহ ৫ জন রিমান্ডে

মুন্সীগঞ্জে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পাঁচজন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রিমান্ড শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য- ডিবি, নৌ পুলিশ ও র‌্যাব-১০। বাকি দু’জন বেসামরিক ব্যক্তি।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আসামিদের গত সোমবার (১০ নভেম্বর) আদালতে হাজির করা হয়, কিন্তু রিমান্ড শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। শুনানির পর প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।”

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, ঘটনা ঘটেছিল ৭ নভেম্বর সকাল ৭টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকায়। দোহার এলাকার দুই স্বর্ণ ব্যবসায়ী শ্রীনগরে আরেক ব্যবসায়ীর সঙ্গে লেনদেন শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।

তিনি বলেন, “পথে তাদের থামিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর হাতকড়া পরিয়ে নগদ ৬৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে তাদের ফেলে দেয় ছিনতাইকারীরা।”

পুলিশ জানায়, তদন্তে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি ঢাকার সাভার থেকে জব্দ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দু’জন র‌্যাব সদস্য, যারা সেনাবাহিনী থেকে এসেছেন এবং সামরিক আইনে বিচারাধীন থাকবেন।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩৯ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান, আদালত পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. মোয়াজ্জেমের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসামিদের নাম প্রকাশ করেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×