পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে দুদকের অভিযান


পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে দুদকের অভিযান

ময়মনসিংহে নদীভাঙন রোধে নির্মিত বাঁধের প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল দিনভর ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদ সংলগ্ন বাঁধ নির্মাণ প্রকল্প এবং নগরীর টাউনহল মোড়সংলগ্ন পাউবো কার্যালয়ে তল্লাশি পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার হোসেন ও বুলু মিয়া।

দুদকের সহকারী পরিচালক রাজু মো. সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষার কাজে দরপত্র মূল্যায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাউবো কার্যালয়ে নথিপত্র যাচাইয়ের পর আমরা সরেজমিনে মরিচাচর এলাকায় প্রকল্পটি পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। যাচাই-বাছাই শেষে প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।”

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, “এই কাজটি আমার দায়িত্ব নেওয়ার আগে সাবেক নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের সময় শুরু হয়। আমি দুই মাস ধরে দায়িত্বে আছি এবং নিজে কাজটি পরিদর্শন করেছি। কোনো অনিয়ম চোখে পড়েনি। তবে দুদক তদন্ত চালাচ্ছে, আমরা সব ধরনের সহযোগিতা করছি।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈশ্বরগঞ্জের মরিচাচর এলাকায় বাঁধ নির্মাণকাজে নিম্নমানের কাজ, অনিয়ম এবং দরপত্রে স্বজনপ্রীতির সমস্যা রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক এখন তদন্ত চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×