মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, বিস্ফোরণের শব্দ


মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, বিস্ফোরণের শব্দ

নোয়াখালীর মাইজদী শহরে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা পরিষদের উত্তর সোনাপুর এলাকায় এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৪-১৫ জন নেতা-কর্মী মাস্ক বা গামছা দিয়ে মুখ ঢেকে একটি শাখা সড়ক থেকে মহাসড়কে প্রবেশ করেন। তাদের একজন সড়কে একটি টায়ার রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরান। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয় এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

পুলিশ জানায়, টায়ার জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে দ্রুত তারা সেখান থেকে সটকে পড়েন। তাই পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। মহাসড়কটিতে এ সময় যান চলাচল কম থাকায় তেমন প্রভাব পড়েনি।

জানতে চাইলে আজ সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×