ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০


ভাঙ্গায় সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সহিংসতায় অন্তত ৩০ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সিঙ্গারিয়া গ্রামের দুই গ্রুপ- ইউপি সদস্য মো. আসাদ মাতুব্বর ও মনির মোল্লার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মনির মোল্লার সমর্থক বাবলু মোল্লার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো নিয়ে উত্তেজনা তৈরি হয়।

সেই রাতে আসাদ মাতুব্বরপক্ষ আপত্তি জানিয়ে ৯৯৯ এ কল করলে পুলিশ এসে সাউন্ডবক্স বন্ধ করে দেয়। এর পর থেকেই গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

রবিবার সকালে সেই বিরোধ নতুন করে উসকে ওঠে যখন মনির মোল্লার লোকজন আসাদ মাতুব্বরের কর্মী জাফর মাতুব্বরকে মারধর করার অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের লোকজন লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×