আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার


আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি শাহনেওয়াজ মিয়া শানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার শাহনেওয়াজ মিয়া শানু আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী এবং সীমান্ত সংলগ্ন কালিকাপুর গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কালিকাপুর গ্রামের নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, “শাহনেওয়াজ মিয়া শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি উপজেলায় রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি বিশেষ অভিযানের অংশ হিসেবে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়, তাদের মধ্যে তিনিও ছিলেন।”

ওসি আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×