ভাঙারি মালামাল খুঁজতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত বৃদ্ধা


ভাঙারি মালামাল খুঁজতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত বৃদ্ধা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙারি মালামাল খুঁজতে গিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিস্ফোরণে লালমোন নেছা নামে এক নারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত লালমোন নেছা উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী। তিনি কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লালমোন নেছা রাধাগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মালামাল জড়ো করে রাখতেন। বৃহস্পতিবার রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার সময় তিনি কুড়িয়ে পাওয়া মালামাল নাড়াচাড়া করতে গিয়ে গোলাকার একটি বস্তু হাতে তুলে নেন। মুহূর্তের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম হাতের ২-৩টি আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, “হঠাৎ প্রচণ্ড শব্দে বাইরে বের হয়ে দেখি ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে কোটালীপাড়া হাসপাতালে পৌঁছে দিই।”

কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানিয়েছেন, “তিনি ককটেল সদৃশ বিস্ফোরক থেকে আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×