নেত্রকোণায় আগুনে ৫০ দোকান পুড়ে ছাই
- নেত্রকোণা প্রতিনিধি
- প্রকাশঃ ০২:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
নেত্রকোণার মদন উপজেলা শহরের ব্যস্ত মহিউদ্দিন মার্কেটে বুধবার সকালে আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় অন্তত ৫০টি দোকান। সকাল ৯টার দিকে শুরু হওয়া এই আগুন দ্রুতই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে, আর কোনোমতে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পাননি বেশিরভাগ ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত দোকানিদের অনেকেই জানান, আগুনে কয়েক কোটি টাকার মালামাল ছাই হয়ে গেছে, যা তাদের সামনে বড় সংকট তৈরি করেছে।
মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”
খবর পেয়ে নেত্রকোণা সদর, কেন্দুয়া ও মদন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের আরও বড় এলাকা রক্ষা পায়।